GRP-এর নজিরবিহীন সাফল্য: ট্রেনে হারানো ২৭ মোবাইল ফিরে এল!

single balaji

আসানসোল/হাওড়া:
ট্রেনে যাত্রার সময় বা স্টেশন চত্বরে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এক সাধারণ ঘটনা। যাত্রীরা অভিযোগ করলেও অনেকেই বিশ্বাস করেন না যে সেই ফোন আর ফিরে আসবে। কিন্তু এবার আসানসোল ও হাওড়া GRP-এর যৌথ প্রচেষ্টায় এক অসাধারণ দৃষ্টান্ত তৈরি হল

GRP-এর একটি বিশেষ অভিযানের মাধ্যমে ২৭ জন যাত্রীর হারানো মোবাইল ফোন উদ্ধার করে তাঁদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে

GRP-এর কৃতিত্ব, প্রযুক্তির সহযোগে ফিরল ২৭টি মোবাইল

এই সফল অভিযানে GRP আধিকারিকরা প্রযুক্তির সাহায্যে হারানো ফোনের লোকেশন শনাক্ত করে ফোনগুলিকে মালিকদের হাতে তুলে দেন। ফোন ফিরে পেয়ে অনেক যাত্রীর চোখে আনন্দের অশ্রু এসে যায়। কেউ কেউ বলেন, “বিশ্বাসই হচ্ছিল না ফোনটা ফিরবে! GRP সত্যিই আমাদের আশা ফিরিয়েছে।

GRP-এর বার্তা: মোবাইল হারালেই সঙ্গে সঙ্গে অভিযোগ করুন!

GRP জানিয়েছে, কারও মোবাইল ফোন ট্রেনে বা স্টেশনে হারিয়ে গেলে অবিলম্বে কাছাকাছি GRP থানায় লিখিত অভিযোগ জানান। তাতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় এবং ফোন উদ্ধারের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।

মোবাইল ফিরে পেয়ে যাত্রীদের মুখে হাসি

২৭ জন যাত্রী তাঁদের হারানো মোবাইল ফিরে পেয়ে GRP-এর ভূয়সী প্রশংসা করেন। কেউ কেউ ধন্যবাদ জানিয়ে বলেন, “এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়াবে।”

ghanty

Leave a comment