• nagaland state lotteries dear

দুর্গাপুরে বৃদ্ধাকে ধাক্কা মেরে ছিনতাই! ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩!

দুর্গাপুর: শনিবার বারবেলায় দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ পল্লীতে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। প্রৌঢ়া শোভারানী মুখোপাধ্যায় রাস্তার সারমেয়কে খাবার দিতে গিয়ে দুষ্কৃতীদের শিকার হন। এক ভরি ওজনের সোনার চেন ছিনিয়ে তিন দুষ্কৃতি বাইকে চম্পট দেয়। তবে পুলিশের দক্ষ তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল দুষ্কৃতীরা।

ঘটনার বিবরণ:

প্রৌঢ়া শোভারানী দেবী বলেন, “আমি কুকুরকে খাবার দিতে বাড়ির বাইরে বেরিয়েছিলাম। তখনই তিনজন দুষ্কৃতি বাইকে এসে আমার সামনে দাঁড়ায়। একজন বাইক থেকে নেমে আমার গলা চেপে ধরে এবং সোনার চেনটি ছিনিয়ে নিয়ে আমায় ধাক্কা মেরে পালিয়ে যায়। আমি আতঙ্কিত হয়ে পড়ি।”

এই ঘটনার খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ দ্রুত চিরুনি তল্লাশি শুরু করে। দুষ্কৃতীরা চেনটি দুর্গাপুরের সিনেমা হল রোডের একটি সোনার দোকানে বিক্রি করতে গেলে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।

3390aa7a 4509 4407 b696 d6f70a59b5fe

গ্রেফতার এবং উদ্ধার:

গ্রেফতারকৃতরা হল সুভাষপল্লী সংলগ্ন রাহুল পল্লীর শিব প্রসাদ, আদিত্য মণ্ডল, এবং ইস্যু রাম। পুলিশের তৎপরতায় উদ্ধার হয় শোভারানী দেবীর সোনার চেন।

পুলিশের প্রশংসায় এলাকাবাসী:

পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সাফল্যে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত সন্তুষ্ট। কোক ওভেন থানার পুলিশের প্রশংসা করে তারা বলেন, “এত দ্রুত অপরাধীদের ধরার জন্য পুলিশকে ধন্যবাদ।”

শোভারানী দেবীও পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পুলিশের জন্যই আমার সোনার চেন ফিরে পেয়েছি। খুব আতঙ্কিত থাকলেও এখন অনেকটাই স্বস্তি পাচ্ছি।”

ghanty

Leave a comment