“জাত–ধর্ম–ভাষা নয়, মানবতা একটাই”—বিশ্ব মানবাধিকার দিবসে সঞ্জয় সিন্‌হার আহ্বান

single balaji

বর্ধমান।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার রায়নায় ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল–এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান সঞ্জয় সিন্‌হা

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,

“বিশ্ব মানবাধিকার দিবসের মূল উদ্দেশ্য হল মানবাধিকার সম্পর্কে বৈশ্বিক স্তরে সচেতনতা বৃদ্ধি করা। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করতে হলে মানবজাতির জন্য সমতা, স্বাধীনতা, ন্যায়বিচার এবং মর্যাদার মূল্যবোধ প্রতিষ্ঠা করতেই হবে।”

সঞ্জয় সিন্‌হা বলেন, মানবাধিকার আসলে মানুষের জন্মগত অধিকার, যা কোনো ধর্ম, জাতি, ভাষা, লিঙ্গ বা বর্ণের ভিত্তিতে কখনও পরিবর্তিত হয় না।

তিনি জোর দিয়ে বলেন,

“স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ও মর্যাদাপূর্ণ জীবন যাপনের স্বাধীনতা—এ দুটোই মানবের প্রাথমিক ও স্বাভাবিক অধিকার। মানবাধিকার সব মানুষের জন্য সমান, তাতে কোনও ব্যতিক্রম নেই।”

সেমিনারে তিনি মানবাধিকার রক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক নীতিমালা এবং বর্তমান সময়ে মানবাধিকার লঙ্ঘনের বৈশ্বিক চিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এদিন সমাজসেবা ও মানবাধিকার সংরক্ষণে বিশেষ অবদান রাখা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন দীপক মিত্র, দীপাঞ্জনা দে কুণ্ডু, কৌশিক রায় চৌধুরি, সতবীর সিংহ, তন্ময় কুণ্ডু, রণজিৎ রাম দে-সহ বহু সমাজকর্মী।

অনুষ্ঠান সফল করে তোলার ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা সভাপতি কাজী রফিকুল–এর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

ghanty

Leave a comment