নিজস্ব সংবাদদাতা : গারুই নদী পরিষ্কারের নামে লক্ষ লক্ষ টাকা লুটপাট করা হচ্ছে কিন্তু সমস্যার কোনো সমাধান হচ্ছে না। এমআইএম নেতারা দানিশ আজিজ, ইজাজ আহমেদ, আতিক মালিক, সরওয়ার ইফতাকর আলম, আহমেদ হুসেন, সোহরাত আলম অভিযোগ করেন, আসানসোল পৌর কর্পোরেশনের ওয়ার্ড নম্বর ২২ এর সীমান্ত গারুই নদীর তীরে তৈরি করা হয়েছে কিন্তু আজাদ বস্তি থেকে রামকৃষ্ণন ডাঙ্গাল পর্যন্ত নদীর তীরে কোনো সীমানা কেন নেই, তার জবাব স্থানীয় মন্ত্রী, মেয়র এবং ডেপুটি মেয়রকে দিতে হবে।
রেললাইনের অপর পাশে বসবাসকারী মানুষরা বঞ্চিত হচ্ছেন। প্রতি বছর বর্ষার সময় মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক বাড়ির বাতি নিভে যায়। এইবারও তিন জন মারা গেছেন, এর দায়ভার কে নেবে? তারা এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি, যদি কিছু পেয়ে থাকেন তবে তা শুধু শ্রদ্ধাঞ্জলি, কিন্তু তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। এই সমস্ত মানুষদের ক্ষতিপূরণ পাওয়া উচিত।
দানিশ আজিজ বলেন, গারুই নদী পরিষ্কার করা দরকার এবং নদীকে ২০ ফুট গভীর করতে হবে, যাতে আসানসোল পৌর কর্পোরেশন এবং স্থানীয় বিধায়ক কোনো আগ্রহ দেখাচ্ছেন না।