🎉 দুর্গাপুর কুরুরিয়া মোড়ে গণেশ পুজোর রঙিন সূচনা, ১০ বছরে পা দিল কমিটি

unitel
single balaji

দুর্গাপুর, প্রতিনিধি দিলীপ সিংহ:
শিল্পাঞ্চল দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে শ্রীগণেশের আরাধনা। কুরুরিয়া মোড় সংলগ্ন গণেশ পুজো কমিটি এই বছর তাদের দশম বর্ষে পদার্পণ করল। উৎসবের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরনিগম বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রীনা চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ, রামপ্রসাদ হালদার, অর্ণব মণ্ডল সহ কমিটির সক্রিয় সদস্য বাবু, সমান্তো, সুরঞ্জন মণ্ডল, সৃজন মণ্ডল (উজ্জ্বল), দিলদার রহমান, শুভেন্দু লাল সীনা প্রমুখ।

অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের পর আয়োজিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, গান ও ভক্তিমূলক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।

কমিটির পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও সমাজসেবার বার্তা দেওয়া হয়েছে। এলাকার দরিদ্র পরিবারগুলির মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনিন্দিতা মুখার্জি বলেন, “প্রতিবছর এই কমিটি আমাদের নিমন্ত্রণ জানায়। এখানে এসে সবার ভালোবাসা ও সম্মান পাওয়া যায়। গণেশ পুজো শুধু ভক্তির উৎসব নয়, সমাজের প্রতি দায়বদ্ধতারও বার্তা বহন করে।”

উৎসবের আবহে আলো ঝলমলে কুরুরিয়া মোড় এখন হয়ে উঠেছে দুর্গাপুরের অন্যতম আকর্ষণ। আগামী কয়েকদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা সামাজিক কার্যক্রম।

ghanty

Leave a comment