আসানসোল:
দক্ষিণবঙ্গ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (FOSBECCI)-এর বার্ষিক “ফসবেকি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠান আগামী ১২ই জুলাই আসানসোল ক্লাব লিমিটেডের কনক্লেভ হল-এ আয়োজিত হতে চলেছে।
এই অনুষ্ঠানে ‘বঙ্গরত্ন সম্মান’ প্রদান করা হবে বন্ধন গ্রুপের চেয়ারম্যান চন্দ্র শেখর ঘোষকে, এবং ‘দক্ষিণ বঙ্গ রত্ন’ সম্মানে ভূষিত হবেন রাহুল ফাউন্ডেশনের চেয়ারম্যান রথীন মজুমদার।
🎖️ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন—
- মুখ্য অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক,
- আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (ADDA) চেয়ারম্যান কবি দত্ত।
প্রধান আয়োজকদের মধ্যে থাকবেন—
- সংগঠনের সভাপতি সচীন্দ্রনাথ রায়,
- চেয়ারম্যান সুভাষ আগরওয়াল,
- সাধারণ সম্পাদক সন্দীপ ঝুনঝুনওয়ালা,
- কার্যনির্বাহী সভাপতি মনোজ সরাফ,
- অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান স্বপন কুমার চৌধুরী,
- সাংগঠনিক সম্পাদক প্রদীপ বজোরিয়া।
এই অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণবঙ্গের সফল উদ্যোগপতি ও সমাজসেবীদের স্বীকৃতি দেওয়া হবে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করার এক শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া হবে।