নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। তিনি কলকাতায় তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বুদ্ধদেব ভট্টাচার্য অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। শ্বাসকষ্টের সমস্যার জন্য তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সিওপিডি (COPD) এবং অন্যান্য বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সন্ধ্যা ৮:২০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে সমগ্র পশ্চিমবঙ্গ শোকাহত। দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করছেন অনেকে।