দুর্গাপুর (পশ্চিম বর্ধমান): বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুরের ধনদাবাগ এলাকায় হঠাৎই এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় চারপাশ। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও স্থানীয়দের সাহসিকতায় একটি বড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেছে।
ঘটনাটি ঘটে সিংহপাড়া এলাকার বাসিন্দা সন্দেশ মাহাতোর বাড়িতে। জানা যায়, ঘটনার সময় সন্দেশ মাহাতো ও তাঁর স্ত্রী বাজারে গিয়েছিলেন। বাড়িতে তখন তাঁদের দুই সন্তান একা ছিল। হঠাৎ প্রতিবেশীদের কাছ থেকে খবর পান যে বাড়িতে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই তাঁর বন্ধুরা ছুটে গিয়ে সাহসিকতার সঙ্গে দুই শিশুকে ঘর থেকে নিরাপদে বের করে আনেন। এরপর স্থানীয়রা জলের বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
অল্প সময়ের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান অনুযায়ী, বাড়ির ভেতরে জ্বালানো প্রদীপ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে হঠাৎ আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হয়নি।
সৌভাগ্যবশত প্রতিবেশীদের তৎপরতা ও দমকলের দ্রুত পদক্ষেপে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়দের মতে, সময় মতো শিশুদুটিকে বের না করা হলে আজ একটি বড় ট্র্যাজেডি ঘটতে পারত। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।