চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক!

unitel
single balaji

দুর্গাপুর: শনিবার দুপুরে দুর্গাপুর-আসানসোল জাতীয় সড়কে এক চলন্ত গাড়িতে হঠাৎ ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটে কাদা রোড ওভার ব্রিজ সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ি চলার সময় আচমকাই ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে চালক উপস্থিত বুদ্ধি খাটিয়ে দ্রুত গাড়ি থামিয়ে দরজা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একই সঙ্গে দমকল ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু দমকল পৌঁছতে দেরি হওয়ায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। জাতীয় সড়কের কর্মীরাও আগুন নেভানোর কাজে সহায়তা করেন।

স্থানীয় যুবক মণীশ সাহু জানিয়েছেন,
“আমরা সার্ভিস রোডে যাচ্ছিলাম, হঠাৎ দেখি হাইওয়েতে গাড়ি থেকে ধোঁয়া উঠছে। চালক কোনোমতে গাড়ি থামিয়ে বেরিয়ে আসেন। যদি কয়েক মুহূর্ত দেরি হতো, তাহলে ভয়ানক বিপদ ঘটতে পারত।”

দমকল বিভাগের সাব-অফিসার সুজিত ঘটক বলেন,
“আমরা পুলিশের কাছ থেকে খবর পাই এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। গাড়ি তখন আগুনে ভস্মীভূত হচ্ছিল। আমরা আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ির ভেতরের সবকিছুই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়, যান্ত্রিক ত্রুটি হয়ে থাকতে পারে।”

প্রায় এক ঘণ্টা রাস্তা বন্ধ রাখার পর আগুন নেভানো হলে পুনরায় যাতায়াত স্বাভাবিক করা হয়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ghanty

Leave a comment