[metaslider id="6053"]

❗ আসানসোলে নিখোঁজ বাবা-ছেলে! নদীর ধারে পড়ে মোবাইল ও জামা

আসানসোল, পশ্চিম বর্ধমান:
আসানসোল উত্তর থানার অন্তর্গত কালা মোড় এলাকার বাসিন্দা এক বাবা ও ছেলে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে নিখোঁজ। পরিবারের খোঁজাখুঁজির পর জানা যায়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (KNU) পেছনের নদীর ধারে তাঁদের জামাকাপড় ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

📌 এখনো কোনো খোঁজ নেই

এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত বাবা-ছেলের কোনো খোঁজ মেলেনি এবং তাঁরা কোথায় গেলেন তা সম্পূর্ণ অজানা। পুলিশকে ঘটনার বিষয়ে অবগত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তদন্তে কোনো সাফল্য মেলেনি

🕵️ পুলিশ গম্ভীরভাবে তদন্তে, আত্মহত্যা না অপহরণ?

আসানসোল উত্তর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি পরিকল্পিত অপহরণ— সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। প্রয়োজনে ডুবুরি দল নামিয়ে নদীতে তল্লাশি চালানো হতে পারে।

😢 পরিবার দিশেহারা, স্থানীয়রাও আতঙ্কিত

নিখোঁজ ব্যক্তিদের পরিবার সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তাঁদের মতে, বাবা-ছেলের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না এবং এমন কিছু ঘটনার আভাসও মেলেনি যাতে তাঁরা নিজের ইচ্ছায় পালিয়ে যাবেন। ছেলে একজন ছাত্র এবং বাবা একজন শ্রমিক ছিলেন।

❗ এলাকায় গুঞ্জন: কিছুকাল ধরে নদীর ধারে সন্দেহজনক চলাফেরা!

স্থানীয়রা বলছেন, বিগত কয়েক সপ্তাহ ধরে নদীর ধার দিয়ে রাতে কিছু অচেনা লোকজন ঘোরাফেরা করছিল। পুলিশ এখন সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে। এখন দেখার বিষয়, বাবা-ছেলে কোথায় গেলেন আর কীভাবে নদীর ধারে তাঁদের জিনিসপত্র এল

ghanty

Leave a comment