বরাকর। গত রবিবার ভারত কোকিং কোল লিমিটেড (BCCL) সিভি এরিয়া থেকে অবসর গ্রহণকারী মোট ৯ জন কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় বেগুনিয়া, বরাকরের জেনারেল ম্যানেজারের দফতরের অডিটোরিয়ামে। অবসরপ্রাপ্তদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া জেনারেল ম্যানেজার শুভাশীষ ঘোষ, রিজিওনাল ম্যানেজার (এইচআর) শায়ক গোস্বামী, সহকারী ম্যানেজার (এইচআর) রাকেশ কুমার নায়ক, এরিয়া সেফটি ম্যানেজার এস চক্রবর্তী এবং হিন্দি ইনচার্জ রাজেন্দ্র কুমার।
অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে ছিলেন অশোক বাউড়ি, বিনয় শঙ্কর মিশ্র, বি মুন্ডা, চন্দ্রদেব নোনিয়া, গৌতম বাভড়ি, এমডি জিয়াউদ্দিন আশরাফ মীনা, ভুলা নন্দলাল তান্তি, শেখ বাবু জান। প্রত্যেককে সংবর্ধনা জানানো হয় ট্রলি ব্যাগ, হাতঘড়ি, মোমেন্টো, ফুলের তোড়া, মিষ্টি ও সনদ দিয়ে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল ম্যানেজার শুভাশীষ ঘোষ বলেন, “একসাথে এত বছর কাজ করার পর সবাই পরিবারের মতো হয়ে ওঠে। আজকের এই বিদায় হৃদয়বিদারক। তবে সুখের দিকও রয়েছে—এখন থেকে আপনারা নিজেদের পরিবারকে সময় দিতে পারবেন, আনন্দে জীবন কাটাতে পারবেন।” তিনি অবসরপ্রাপ্তদের আগামীর জীবনের জন্য শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দি ইনচার্জ রাজেন্দ্র কুমার।
স্থানীয়ভাবে এই বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। কর্মচারীদের সহকর্মী ও বন্ধুরা চোখের জলে প্রিয়জনদের বিদায় জানান। অনুষ্ঠানের শেষে এক প্রীতি ভোজেরও আয়োজন করা হয়।












