বরাকর রিপোর্ট:
বরাকর নালীপাড়া অবস্থিত শ্রীমতি জারবাদেবী ফ্রি প্রাইমারি স্কুলে মঙ্গলবার এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল সমগ্র শিক্ষাঙ্গন। দীর্ঘ শিক্ষাজীবন শেষে স্কুলের সম্মানিত শিক্ষিকা অপরাজিত ব্যানার্জী-র অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুলটির শিক্ষা দপ্তরের এসআই শুভদীপ সোসমল বিদায়ী শিক্ষিকাকে শ্রদ্ধা জানিয়ে বলেন—
“একজন শিক্ষক অঙ্কুর থেকে চারা তৈরি করেন, যা একদিন মহীরুহে পরিণত হয়। প্রাইমারি স্তর থেকেই শিশুর প্রথম শিক্ষা শুরু হয়। যদি একজন ভালো মালী পাওয়া যায়, তবে সেই গাছ সঠিকভাবে বেড়ে ওঠে। এই কাজ কেবলমাত্র একজন ভালো শিক্ষকের পক্ষেই সম্ভব।”
স্কুলের প্রধান শিক্ষক বিশ্বেশ্বর মুর্মু আবেগভরা কণ্ঠে বলেন—
“অপরাজিতা ব্যানার্জীর অবদান এই বিদ্যালয় কখনও ভুলবে না। তাঁর স্মৃতি ও শিক্ষাদানের মহিমা আমাদের মনে চিরকাল অম্লান থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইমারি শিক্ষার জেলা সম্পাদক প্রদীপ মণ্ডল, ব্লক সভাপতি সোমনাথ ঘোষ, বরো চেয়ারম্যান চৈতন্য মাঞ্জি, বিশিষ্ট ব্যক্তি সুবল চক্রবর্তী, পাপ্পু সিংহ, কাউন্সিলর টুম্পা চৌধুরী, রাধা সিংহ, সহ শিক্ষক-শিক্ষিকা একতা ঝা, দীপেন্দ্র গায়েন, রাজু গোঁড়, পূজন তিওয়ারি প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ভাণ্ডারা (সামূহিক ভোজন)-এর আয়োজন করা হয়, যেখানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার বাসিন্দারা অংশ নেন।
স্থানীয় মহলের মতে, এই বিদায়ী সংবর্ধনা প্রমাণ করল— একজন সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক কেবল পাঠদান করেন না, বরং প্রজন্ম গড়ার কাজ করেন। অপরাজিতা ব্যানার্জীর শিক্ষাদান ও মানবিকতা বারাকার শিক্ষা-ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।












