আসানসোল, পশ্চিম বর্ধমান:
পশ্চিমবঙ্গে চলমান SIR (স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট) প্রক্রিয়ার মধ্যেই আসানসোল–সালানপুর থানার পুলিশের হাতে এল এক বড় সাফল্য। বাংলাদেশি নাগরিকদের ভুয়োভাবে ভারতীয় নাগরিকত্বের নথি বানিয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আসানসোল শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম ছোটন সেন। তাকে সালানপুর থানার অন্তর্গত দেঁদুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ছোটন সেন ময়না সেন নামে এক বাংলাদেশি মহিলাকে জাল নথির ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সার্টিফিকেট বানিয়ে দিয়েছিল।
ভুয়ো নথিতে বিভ্রান্ত করা হয় সরকারি দপ্তর
তদন্তে উঠে এসেছে, এই ভুয়ো কাগজপত্র ব্যবহার করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আধিকারিকদের বিভ্রান্ত করা হয়। প্রাথমিকভাবে বিষয়টি নজরে না এলেও, SIR প্রক্রিয়ার সময় নথি যাচাই করতে গিয়েই অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তদন্তে নেমে পুলিশ ছোটন সেনের ভূমিকার স্পষ্ট প্রমাণ পায়।
একজন নয়, একাধিক বাংলাদেশির নথি তৈরির অভিযোগ
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ছোটন সেন শুধু ময়না সেন নন, একাধিক বাংলাদেশি নাগরিকের জন্যও ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত ভুয়ো নথি তৈরি করিয়েছে। এর বিনিময়ে সে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত বলে অভিযোগ।
বড় চক্রের সন্ধানে পুলিশ
বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, এর পিছনে একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্র সক্রিয় থাকতে পারে, যেখানে দালাল, নথি প্রস্তুতকারক ও আরও কিছু সহযোগী জড়িত থাকতে পারে। তদন্ত রিপোর্ট সামনে এলে আরও বড় নাম প্রকাশ্যে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এই ধরনের দেশের নিরাপত্তা ও নাগরিকত্ব ব্যবস্থার সঙ্গে জড়িত অপরাধে কোনওরকম রেয়াত করা হবে না। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।











