কুলটি/আসানসোল :
আসানসোল নগর নিগম নিয়ে বড়সড় অভিযোগ তুললেন প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দাবি, নগর নিগমে এখন আর নির্বাচিত জনপ্রতিনিধিরা নয়, বরং ইঞ্জিনিয়াররা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন। তিওয়ারির মতে, এই পরিস্থিতি গণতান্ত্রিক ব্যবস্থার উপর সরাসরি প্রশ্ন তুলে দিচ্ছে।
নিয়ামতপুরে বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন—
“নগর নিগমের কাজকর্মে নির্বাচিত প্রতিনিধিদের পরামর্শ এবং অংশগ্রহণ থাকা উচিত। তবেই সাধারণ মানুষের সমস্যার সঠিক সমাধান সম্ভব।”
কুলটিতে পানীয় জলের সংকটকে সামনে টানলেন
তিওয়ারি অভিযোগ করেছেন, কুলটি এলাকায় দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের তীব্র সংকট নগর নিগম একেবারেই উপেক্ষা করছে। তাঁর দাবি,
“প্রতিদিন জল পাওয়ার জন্য সাধারণ মানুষকে হাহাকার করতে হচ্ছে। অথচ নগর নিগম নীরব দর্শকের ভূমিকায়।”
‘গণতন্ত্রের পরিপন্থী’ বললেন বিজেপি নেতা
তিনি আরও বলেন, শহরের উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে ও সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে নির্বাচিত প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা থাকা জরুরি।
কিন্তু সমস্ত সিদ্ধান্ত যদি কেবল ইঞ্জিনিয়ারদের হাতে থাকে, তবে তা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।
পুরনিগমকে চ্যালেঞ্জ ছুঁড়লেন
তিওয়ারি নগর নিগম প্রশাসনকে কটাক্ষ করে বলেন, শহরের রাস্তা, আলো, পানীয় জল, নিকাশি সহ সাধারণ মানুষের সমস্যাগুলো দিনে দিনে বাড়ছে। অথচ নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্বহীন করে দিয়ে ইঞ্জিনিয়ারদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন—
“এভাবে চললে আসানসোলবাসীর সমস্যা কে সমাধান করবে? ইঞ্জিনিয়ার না কি নির্বাচিত প্রতিনিধি?”












