কলকাতা:
পুরনো কয়লা পাচার মামলাকে ঘিরে ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। সূত্রের খবর, লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের আইপ্যাক (IPAC) অফিসে তল্লাশি চালানো হচ্ছে।
জানা গেছে, বুধবার গভীর রাতে দিল্লি থেকে ইডির একটি বিশেষ দল কলকাতায় পৌঁছায়। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরে এই অভিযান শুরু হয়। প্রতীক জৈনের বাড়ির পাশাপাশি পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
এর আগেও কলকাতা ও ঝাড়খণ্ডে কয়লা পাচার সংক্রান্ত একাধিক মামলায় ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল। এবার সেই পুরনো মামলার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য নতুন করে খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্ত সূত্রে জানা গেছে।
সূত্রের দাবি, কয়েক বছর আগে এই মামলায় অনুপ মাঝি ওরফে লালা-কে দিল্লিতে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেই সময় আরও বেশ কয়েকজনের বয়ান নেওয়া হয় এবং আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করা হয়। তদন্তে উঠে আসা আর্থিক তথ্য বিশ্লেষণের পরই প্রতীক জৈনের নাম সামনে আসে বলে দাবি তদন্তকারী সংস্থার।
এরপরই দিল্লি থেকে তদন্তকারী দল কলকাতায় এসে বৃহস্পতিবার সকাল থেকে লাউডন স্ট্রিট ও সল্টলেক এলাকায় অভিযান শুরু করে। এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এই তল্লাশি অভিযান ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।











