নদিয়ায় ইডির আকস্মিক অভিযান! ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বিপ্লব সরকারের বাড়িতে তল্লাশি

unitel
single balaji

নদিয়া, চাকদা: সোমবার সকালের নিস্তব্ধতা ভেঙে ফের সক্রিয় হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সাতসকালে তল্লাশির ঝড় বইল নদিয়ার চাকদা বনগাঁ রোডে অবস্থিত এক ব্যবসায়ীর বাড়িতে। ব্যবসায়ীর নাম বিপ্লব সরকার।

ইডি সূত্রে জানা গিয়েছে, বিপ্লব সরকারের বিরুদ্ধে জাল পাসপোর্ট তৈরির আন্তর্জাতিক চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের তদন্ত করতেই আজ ভোরে তাঁর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা।

ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে ইডি টিম, বাড়ির গেট বন্ধ করে চলছে তল্লাশি অভিযান। বাড়ির ভিতর থেকে নথি, কম্পিউটার, হার্ডড্রাইভ, ও মোবাইল ফোন জব্দ করা হচ্ছে বলে সূত্রের খবর। বিপ্লব সরকারের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ চলছে।

সূত্রের দাবি, কয়েক সপ্তাহ আগেই নদিয়ার এক ব্যক্তি ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। সেই মামলার সূত্রেই ইডির নজরে আসে বিপ্লব সরকার। সন্দেহ করা হচ্ছে, এই ব্যবসায়ীর মাধ্যমে জাল পাসপোর্ট তৈরি চক্র রাজ্যের একাধিক জেলায় সক্রিয়।

ইডি আধিকারিকরা বিপ্লব সরকারের ব্যাংক লেনদেন, বিদেশ যাত্রার নথি, এবং ব্যবসায়িক ট্রানজাকশন খতিয়ে দেখছেন। একইসঙ্গে তাঁর বিদেশি সংযোগ এবং আর্থিক লেনদেনের পথও অনুসন্ধান করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই হানাকে ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। সকাল থেকেই চাকদা বনগাঁ রোডে ব্যাপক পুলিশ মোতায়েন, সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন ঘটনাস্থলের আশেপাশে।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, প্রয়োজনে বিপ্লব সরকারকে কলকাতার ইডি দফতরে তলব করা হতে পারে।

🔍 উল্লেখযোগ্য:

  • ইডির এই অভিযান SIR (Special Investigation Report) সংক্রান্ত একটি মামলার ধারাবাহিক পদক্ষেপ।
  • সম্প্রতি পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি চক্রের বিস্তার নিয়ে তদন্ত জোরদার করেছে কেন্দ্র।
ghanty

Leave a comment