[metaslider id="6053"]

🚨 বড় সুখবর! ইসিএল খনিতে বাড়লো চার্জ অ্যালাউন্স, মাইনিং স্টাফদের স্বস্তি

আসানসোল, কুলটি:
ইসিএল কর্মীদের জন্য এল সুখবর! আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর সমস্ত খনিতে কর্মরত মাইনিং স্টাফরা প্রতিদিন আধ ঘণ্টার বদলে এক ঘণ্টার চার্জ অ্যালাউন্স পাবেন। দীর্ঘ ৪০ বছরের দাবির পর অবশেষে এই বড় সিদ্ধান্ত ঘোষণা করল ইন্ডিয়ান ন্যাশনাল মাইন অফিসিয়াল অ্যান্ড সুপারভাইজরি স্টাফ অ্যাসোসিয়েশন (ইনমোসা)।

বুধবার কুলটির বরাকরে ইনমোসা’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উপস্থিত ছিলেন ইনমোসা’র সভাপতি সমীর চক্রবর্তী, ডিভিশনাল সেক্রেটারি ডি কে পান্ডে, যুগ্ম সম্পাদক বি কে সিংহ, শ্রীপুর এরিয়া সভাপতি নবল পাশওয়ান, সোনপুর বাজারি সম্পাদক সুব্রত মুখার্জি সহ একাধিক পদাধিকারী।

ইনমোসা নেতারা জানান, গত বছর ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে ইসিএল হেডকোয়ার্টারের সামনে হাজার হাজার কর্মীকে নিয়ে ঐতিহাসিক ধর্না-প্রদর্শন করা হয়েছিল। সেই আন্দোলনের পর ইসিএল ম্যানেজমেন্টের সঙ্গে একাধিক বৈঠকে ইতিবাচক সাড়া মেলে। অবশেষে সেই আন্দোলনের ফসল মিলল এবার।

উল্লেখ্য, ইতিমধ্যেই সিসিএল, এনসিএল, বিসিসিএল সহ কোল ইন্ডিয়ার অন্যান্য সংস্থায় প্রতিদিন এক ঘণ্টার চার্জ অ্যালাউন্স কার্যকর রয়েছে। অবশেষে ইসিএল-এও সেই নীতি চালু হওয়ায় খনি শ্রমিকদের মুখে স্বস্তির হাসি ফুটেছে।

ইনমোসা নেতারা আশ্বাস দিয়েছেন যে, খনি নিরাপত্তা, উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে সংগঠন আগের মতোই সম্পূর্ণ নিষ্ঠা ও অঙ্গীকার নিয়ে কাজ করবে।

শ্রমিক মহলের দাবি, এই পদক্ষেপে একদিকে কর্মীদের অর্থনৈতিক সুরক্ষা বাড়বে, অন্যদিকে খনি উৎপাদনে আসবে নতুন গতি।

ghanty

Leave a comment