২৬ হাজার স্বপ্ন ভেঙে চুরমার! আসানসোলে DYFI-র আগুনে প্রতিবাদ

single balaji

আসানসোল | ১০ এপ্রিল, ২০২৫: ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (DYFI) বুধবার আসানসোলের জিটি রোড সংলগ্ন সাউথ থানার সামনে এক বৃহৎ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। এই প্রতিবাদ ছিল সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্ত হওয়া ২৬,০০০ শিক্ষকের চাকরি পুনর্বহালের দাবিতে।

🔥 “শিক্ষক নয়, আমরা অন্যায়ের শিকার” — তীব্র হুঁশিয়ারি DYFI-র!

বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে DYFI নেতা ভিক্টর আচার্য সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে বলেন:

“যখন শিক্ষকরা শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবি নিয়ে পথে নামেন, তখন পুলিশ লাঠিচার্জ ও দমন-পীড়নের রাস্তা নেয়। এই ফ্যাসিস্ট নীতির প্রতিবাদেই আমরা থানার সামনেই এই আন্দোলন করছি।”

👥 শিক্ষার্থী, যুবক ও প্রাক্তন শিক্ষক মিলিয়ে বিশাল জমায়েত

বিক্ষোভে শতাধিক ছাত্র-যুব ও চাকরি হারানো শিক্ষক উপস্থিত ছিলেন। “চাকরি ফেরাও!”, “শিক্ষা বাঁচাও!” ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

📝 প্রধান দাবিসমূহ:

  1. ২৬,০০০ শিক্ষককে অবিলম্বে পুনরায় নিয়োগ করতে হবে
  2. নিয়োগ দুর্নীতির প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে
  3. শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার নিন্দা ও তদন্ত করতে হবে
  4. শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে হবে

⚖️ কেন বরখাস্ত হলেন শিক্ষকরা?

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও বিধিভঙ্গ হওয়ায় এই শিক্ষকরা বরখাস্ত হয়েছেন। তবে আন্দোলনকারীদের দাবি, এতে অনেক নিরপরাধ মানুষও শাস্তি পাচ্ছেন।

ghanty

Leave a comment