পশ্চিম বর্ধমান, দুর্গাপুর।
দুর্গাপুরের প্রান্তিকা এলাকায় দুর্গাপুর সাব-ডিভিশন হকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মানবতা, সামাজিক দায়বদ্ধতা এবং প্রয়োজনমতো রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই শিবিরের আয়োজন। শিবিরে প্রায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে, যা এই উদ্যোগের ব্যাপক সাফল্যকে স্পষ্টভাবে তুলে ধরে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “রক্তদান মহাদান”—এই বার্তাকে আরও শক্তভাবে সমাজে ছড়িয়ে দিতে প্রতি বছরই এই শিবিরের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি রামা প্রসাদ হালদার বলেন,
“টানা চতুর্থ বছরে অনুষ্ঠিত এই শিবিরের একমাত্র উদ্দেশ্য—রক্তের অভাব পূরণ করা এবং বিপদে থাকা রোগীদের প্রাণ বাঁচানো।”
তিনি আরও জানান, অনেক সময় হাসপাতালে জরুরি মুহূর্তে রক্তের ঘাটতি দেখা যায়। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং রক্তের অভাব দূর করতেই এমন সামাজিক উদ্যোগগুলিকে আরও বড় আকারে করা প্রয়োজন।
শিবিরে সকাল থেকেই ব্যাপক সাড়া দেখা যায়। প্রথমবার রক্তদানকারীরাও উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যায়। অনেকেই বলেন, “একজন মানুষকে বাঁচানোর অনুভূতি জীবনে অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না।”
শিবিরে উপস্থিত স্বেচ্ছাসেবক, মেডিক্যাল টিম এবং সকল দাতাদের উৎসাহে পুরো পরিবেশ ছিল ইতিবাচক ও মানবিক সেবায় ভরপুর। অ্যাসোসিয়েশন জানায়, আগামী দিনেও আরও বড় আকারে এ ধরনের শিবির আয়োজন করা হবে।












