দুর্গাপুর ।
বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে উত্তেজনা চরমে পৌঁছায় যখন বিশ্ব হিন্দু পরিষদ (VHP)-এর পক্ষ থেকে দুর্গাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, দু’দিন আগে বাংলা ভাষা পক্ষের এক সংগঠনের সদস্যরা একটি মিনিবাস জোর করে থামিয়ে তাতে লেখা ‘জয় শ্রীরাম’ শব্দটি ঢেকে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে তীব্র বিরোধ।
বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি মনীশ শর্মা সাংবাদিকদের জানান –
“বাংলায় এই ধরনের রাজনীতি চলবে না। যে কোনও ভাষার মানুষ তাঁর ইচ্ছেমতো লিখতে পারেন। কিন্তু ‘জয় শ্রীরাম’ ঢেকে দেওয়া আসলে বিশ্বাস ও আস্থার ওপর আঘাত। আমরা আজ থানার সামনে ঘেরাও করে আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং লিখিতভাবে স্মারকলিপি দিয়েছি।”
অন্যদিকে বিজেপির জেলা সহ-সভাপতি মনীষা শিকদার বলেন –
“বাংলায় কিছু সংগঠন হিন্দি ভাষায় লেখা শব্দ মুছে দেওয়ার চেষ্টা করছে। এটা একেবারেই গণতান্ত্রিক অধিকারবিরোধী। ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ, এখানে সকলেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা আছে।”
প্রদর্শনকারীরা থানার বাইরে জোরদার “জয় শ্রীরাম” স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসন জানিয়েছে, উত্তেজনা ছড়ালেও আইনশৃঙ্খলা বজায় রাখতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।