দুর্গাপুরে পোস্টার কাণ্ড: রাস্তা আটকে টাকা তোলার অভিযোগে তৃণমূল কচকচানি

single balaji

দুর্গাপুর।
দুর্গাপুরে ফের রাজনীতি উত্তপ্ত। নগর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের তামলা এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পের সামনে ঝুলল এক পোস্টার। পোস্টারে স্পষ্ট অভিযোগ,
“ভিড়িঙ্গি থেকে তামলা পর্যন্ত ডিপোর ময়লা ফেলে রাস্তা তৈরি হয়েছে। শ্রমিক, পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করেন। কিন্তু রাস্তা আটকে গাড়ি থেকে টাকা তোলা হচ্ছে।”

সবচেয়ে বড় চমক – সেই পোস্টারে সরাসরি তিনজন তৃণমূল কর্মীর নাম লেখা – মানিক রুইদাস, শঙ্কর রায় ও বিক্কি শর্মা।

এই পোস্টার সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়।
তৃণমূল কর্মী শঙ্কর রায় দাবি করেন –
“বিরোধীরা আমাদের বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে। আমি টাকা তুলেছি সেটা প্রমাণ করুক। এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার।”

অন্যদিকে বিজেপি সরাসরি আক্রমণ শানায়।
জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন –
“এটাই আজকের বাংলার ছবি। কাটমানি, সিন্ডিকেট আর চাঁদাবাজির ওপর দাঁড়িয়ে এই সরকার চলছে। সরকার যেদিন যাবে, সেদিনই আসল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কার্যকর হবে।”

প্রশাসনিক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি জানিয়েছেন –
“এই রাস্তা তৈরির জন্য কয়েক বছর আগে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু যেহেতু এটি দুর্গাপুর স্টিল প্লান্ট অথরিটির রাস্তা, তাই তাদের অনুমতি ছাড়া তৈরি সম্ভব নয়। তবে অভিযোগ প্রমাণিত হলে তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ পাল্টা কটাক্ষ করে বলেন –
“কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণে কেন্দ্রীয় এজেন্সির অধীনস্থ রাস্তাগুলির অবস্থা আজ শোচনীয়। জনগণ এর মূল্য দিচ্ছেন।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার উন্নতির নামে রাজনৈতিক দড়ি টানাটানির শিকার হচ্ছেন তাঁরা। স্কুল পড়ুয়া ও শ্রমিকদের প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে। ফলে এই পোস্টার কাণ্ড শুধু রাজনীতিতেই নয়, সাধারণ মানুষের হতাশা ও ক্ষোভকেও সামনে নিয়ে এসেছে।

ghanty

Leave a comment