১৫ হাজার টাকা বেতন ও পিএফ-ইএসআই দাবিতে পথে নামলেন পৌর স্বাস্থ্য কর্মীরা

single balaji

দুর্গাপুর |
দাবি আদায়ে কাজ বন্ধ রেখে রাস্তা অবরোধে নামলেন দুর্গাপুরের অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মীরা। সোমবার বাঁকুড়ার বড়জোড়ায় মুখ্যমন্ত্রীর সভার ঠিক আগের দিন, দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় দুর্গাপুর নগর নিগমের প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়।

অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মীদের মূল দাবি—

  • স্থায়ীকরণ
  • মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন
  • ইএসআই ও পিএফ-এর সুবিধা

এই দাবিগুলি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় বাধ্য হয়েই তাঁরা কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।

✊ প্রায় ১৭৫ জন কর্মীর অবস্থান বিক্ষোভ

এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রায় ১৭৫ জন অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মী অবস্থান বিক্ষোভে সামিল হন। রাস্তা অবরোধের জেরে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা সিটি সেন্টার চত্বর।

কর্মীদের অভিযোগ, দিনের পর দিন গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়ার পরেও তাঁদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বহু বছর ধরে কাজ করলেও এখনও তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত।

🏛️ নগর নিগমের আবেদন, কিন্তু অনড় কর্মীরা

ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আবেদন জানান। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফেরার প্রশ্নে অনড় থাকেন কর্মীরা।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে এবং বৃহত্তর কর্মসূচির দিকেও তাঁরা এগোবেন।

এই আন্দোলন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও শুরু হয়েছে আলোচনা। মুখ্যমন্ত্রীর সভার আগে এই বিক্ষোভ প্রশাসনের কাছে নতুন চ্যালেঞ্জ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

ghanty

Leave a comment