🚨 দুর্গাপুর স্টিল প্ল্যান্টে মনোনয়ন ঘিরে ধুন্ধুমার, কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ

single balaji

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান:
দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়ীজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়ন দাখিলকে ঘিরে শনিবার দুপুরে রীতিমতো ধুন্ধুমার কান্ড ঘটল। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কংগ্রেসপন্থী শ্রমিক সংগঠন INTUC ও তৃণমূল শ্রমিক সংগঠনের মধ্যে বচসা থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাস্তায় বসে তুমুল বিক্ষোভে সামিল হন কংগ্রেস শ্রমিক সংগঠনের কর্মীরা। কংগ্রেস কর্মীদের রাস্তা থেকে সরাতে গেলে পুলিশকেও বাধার মুখে পড়তে হয় তৃণমূল সমর্থকদের কাছ থেকে। ফলে ঘটনাস্থলে শুরু হয় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তি

কংগ্রেস শ্রমিক সংগঠনের অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিতের বিস্ফোরক অভিযোগ,

“তৃণমূল আশ্রিত বহিরাগতরা আমাদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। আমরা পুলিশের কাছে দাবি করেছিলাম সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে। তাই আমরা রাস্তায় বসে প্রতিবাদে নেমেছি।”

অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সভাপতি পূর্ণনন্দা চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি,

“ওরা নাটক করছে। আমরা কাউকে বাধা দিইনি। শান্তিপূর্ণভাবেই মনোনয়ন দাখিল পর্ব চলছে।”

ঘটনার জেরে দুর্গাপুর ইস্পাত নগরীর শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন বাড়তি পুলিশ মোতায়েন করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

ghanty

Leave a comment