দুর্গাপুরঃ মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ঘিরে নতুন বিতর্ক। শনিবার পরীক্ষাকেন্দ্রে গলায় আইডি কার্ড ঝোলানো, একরকম কালো সাফারি পোশাক পরা কয়েকজন যুবককে চেকিং করতে দেখা যায়। ঘটনাটি ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, ওই যুবকেরা নিজেদের “বাউন্সার” হিসেবে পরিচয় দিচ্ছিলেন। কিন্তু বড় প্রশ্ন হল—স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী কি এইভাবে কালো পোশাক পরে চেকিং করা যায়? কমিশনের গাইডলাইনে স্পষ্ট বলা আছে যে শুধুমাত্র জেলা প্রশাসনের অধীনে থাকা পুলিশ বা হোমগার্ড অথবা লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি নিরাপত্তা সংস্থার প্রশিক্ষিত গার্ডরা পরীক্ষার্থীদের নিরাপত্তা পরীক্ষা করতে পারে। সঙ্গে থাকতে হবে নির্দিষ্ট ইউনিফর্ম ও বৈধ আইডি কার্ড।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুই সামাজিক মাধ্যমে পোস্ট করে তীব্র প্রশ্ন তোলেন—“কালো পোশাকে এই লোকেরা পরীক্ষাকেন্দ্রে ঢুকল কীভাবে? কার নির্দেশে ঢুকল? আমরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছ থেকে উত্তর চাইছি। শিক্ষার্থীরা আতঙ্কিত।”
অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় পাল্টা মন্তব্য করেন—“কেন কালো সাফারি পরে ওরা গিয়েছিল, সেই তথ্য খোঁজা হচ্ছে। কিন্তু বিজেপি বিধায়কের আগে থেকেই কেমন করে জানা ছিল, সেখানে কে চেকিং করছে? আসলে তাদের অন্য কাজ নেই, তাই সব বিষয়েই রাজনীতি খোঁজে।”
জেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা মহলের দাবি, পরীক্ষার মতো সংবেদনশীল প্রক্রিয়ায় এ ধরনের অনিয়ম হলে তা পরীক্ষার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।