দুর্গাপুর – ইস্পাত নগরীর হর্ষবর্ধন গলিতে অবস্থিত ড. ভীমরাও আম্বেদকরের মূর্তির সামনে আজ আয়োজিত হল এক গর্বময় অনুষ্ঠান। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এসসি অ্যান্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন কর্মসূচি।
সকাল নির্ধারিত সময়ে সংগঠনের সম্পাদক গৌরাঙ্গ মণ্ডল সহ বহু কর্মী ও সদস্য পতাকা উত্তোলন করেন। তেরঙ্গা পতাকা আকাশে উড়তেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়, যা মুহূর্তেই উপস্থিত সবার মনে গর্ব ও দেশপ্রেমের স্রোত বইয়ে দেয়।

অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং বর্তমান প্রজন্মকে তাদের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। এই দিনে সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষে সদস্যরা একে অপরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ করেন। পুরো এলাকা তেরঙ্গা পতাকার রঙে ও দেশাত্মবোধের আবেগে রঙিন হয়ে ওঠে।