দুর্গাপুর (দিলীপ সিং):
২০ আগস্ট, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন রাজীব গান্ধীর ৮২তম জন্মজয়ন্তী উপলক্ষে দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনে অবস্থিত অশোক অ্যাভিনিউ সানডে ক্লাবের সামনে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। রাজীব গান্ধী স্মৃতি মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থাপন করা হয় তাঁর একটি সাদা মার্বেলের ভাস্কর্য এবং পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শতাধিক দরিদ্র মানুষের হাতে বিতরণ করা হয় মশারি।
অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৮টায় আরবিন্দ অ্যাভিনিউ থেকে সদ্ভাবনা মশাল দৌড়ের মাধ্যমে। এরপর পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত পরিবেশন ও রাজীব গান্ধীর ভাস্কর্য উন্মোচন করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি ও সভার সভাপতি তরুণ রায়।
এই দিনে বিশেষভাবে সম্মানিত করা হয় জাতীয় খেলোয়াড় শুকদেব বিশ্বাসকে এবং স্বাধীনতা সংগ্রামী রাজেশ্বর চক্রবর্তীর পরিবারকে। তাঁর হাতে দেওয়া তাম্রপত্র স্মারক তুলে দেন তাঁর পুত্রের হাতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদেব রায়, হিন্দুস্তান ওয়ার্কার্স ইউনিয়নের ইনটকের সহ-সভাপতি রানা সরকার, যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত, কংগ্রেস নেতা তুষার ঘোষ, পূর্ণেন্দু পান্ডা, রাজীব গান্ধী স্মৃতি মঞ্চের সুরজিত ভট্টাচার্য, সেবাদলের অমল হালদার, অসীম সাহা এবং যুবনেতা সঞ্জয় মিত্র প্রমুখ।
তরুণ রায় তাঁর বক্তব্যে বলেন,
“আজ রাজীবজির জন্মজয়ন্তীতে গোটা বিশ্ব একত্রিত হয়েছে। আজ কে ক্ষমতায় আছে তা বড় কথা নয়, বড় কথা হল আমরা যেন রাজীব গান্ধীর দেখানো পথেই এগোই। আজ রাহুল গান্ধীর সংগ্রামকে সফল করতে প্রতিটি ভারতবাসীকে অঙ্গীকার করতে হবে যে—‘এক ব্যক্তি, এক ভোট’। এই গণতান্ত্রিক মূল্যবোধই ভারতের শক্তি।”
এদিনের মশারি বিতরণ কর্মসূচি এলাকায় বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা বলেন, ডেঙ্গুর আতঙ্কের সময় এই মানবিক উদ্যোগ তাদের জন্য এক বড় সহায়তা। রাজীব গান্ধী স্মৃতি মঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী দিনে আরও নানা সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি দুর্গাপুরে নেওয়া হবে।