দুর্গাপুর: পুজোর সময়ে বাড়ির লোকজন বাইরে ঘুরতে গিয়েছিল বা কেউ কেউ বাড়িতে পুজো করছিল, এই সুযোগ নিয়ে চোরেরা দুর্গাপুরের একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে। গতকাল রাতে এই চুরির ঘটনা ঘটে কাঁকসা থানার অধীনে মালানদিঘি ফাঁড়ির বামুনাড়া এলাকার অমৃত হাউজিং-এ। অভিযোগ করা হয়েছে যে লক্ষাধিক টাকা ও সোনা-রূপার গয়না চুরি হয়েছে।
পুজোর সময় এই চুরির ঘটনায় বহুতল আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার রাতে তিনজন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করেছে, এরপর মঙ্গলবার সকালে চুরির ঘটনা সামনে আসে। এই ঘটনার রিপোর্ট মালানদিঘি পুলিশ স্টেশনে জমা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। তদন্ত চলছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে বামুনাড়া থেকে কিছুটা দূরে কোক ওভেন থানার সাগরভাঙ্গা এলাকায় তিনটি বাড়িতে পরপর চুরির ঘটনা ঘটে। সেখানেও লক্ষাধিক টাকা ও গয়না চুরি হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল। তবে, সেই অপরাধীরা এখনও ধরা পড়েনি। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, একই দুর্বৃত্তরা এই বহুতল আবাসনগুলিতে চুরি করেছে। তবে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে—কেন এখনও পর্যন্ত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে?
এছাড়া দুর্গাপুরের বেশ কিছু এলাকায় নিরাপত্তার ঘাটতির অভিযোগ বাসিন্দাদের কাছ থেকে আসছে। পুলিশ প্রশাসনকে নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ ধরনের চুরি প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে দাবি উঠছে।