৩০ থেকে ৮০ বছর বয়সী অ্যাথলিটদের জমায়েত—দুর্গাপুরে ইতিহাস গড়তে চলেছে মাস্টার গেমস

single balaji

দুর্গাপুরে এবার এক ঐতিহাসিক আয়োজনের সাক্ষী হতে চলেছে শহরবাসী। কালচার অ্যান্ড স্পোর্টস অ্যাকাডেমির উদ্যোগে ভগত সিং স্টেডিয়ামে প্রথমবার আয়োজিত হচ্ছে ৭ম আন্তর্জাতিক মাস্টার গেমস ২০২৫। বৃহস্পতিবার দুপুরে আয়োজক সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়।

সাংবাদিক সম্মেলনে মাস্টার গেমস অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রলয় বন্দ্যোপাধ্যায় জানান,
“এই প্রথম দুর্গাপুরে আন্তর্জাতিক মানের মাস্টার গেমস আয়োজন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে প্রতিযোগীরা আসবেন।”

সহকারী সম্পাদক ব্লু মণ্ডল জানান, ৩০ বছর থেকে শুরু করে ৮০ বছর পর্যন্ত বয়সী পুরুষ ও মহিলা অ্যাথলিটরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বয়স কোনো বাধা নয়—এটাই এবারের মূল বার্তা।

📅 উদ্বোধন ২১ জানুয়ারি – থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান

২১ জানুয়ারি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এই আন্তর্জাতিক ক্রীড়া উৎসব। স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।

🏃‍♂️🏃‍♀️ ২২ ও ২৩ জানুয়ারি অ্যাথলেটিক্স দৌড় প্রতিযোগিতা

অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন শতাধিক প্রতিযোগী। রাজ্যের বিভিন্ন জেলার পুরুষ ও মহিলা অ্যাথলিটরা ইতিমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

🥇 জয়ীদের জন্য বড় সুযোগ! জাতীয় পর্যায়ে অংশগ্রহণের টিকিট

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা সরাসরি জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন। ফলে প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই ক্রীড়া মহলে উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে।

🎯 দুর্গাপুরে ক্রীড়া পর্যটনের বড় সম্ভাবনা

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন,
এই আন্তর্জাতিক আয়োজনের ফলে শহরের হোটেল, রেস্তোরাঁ, পরিবহন—সব ক্ষেত্রেই আসবে বাড়তি গতি। দুর্গাপুরকে ক্রীড়া মানচিত্রে তুলে ধরার বড় সুযোগ বলে মনে করছেন অনেকে।

ghanty

Leave a comment