জল নেই খনি আবাসনে! প্রতিবাদে পাম্প হাউসে তালা, উত্তাল বাঁকোলা স্টাফ কলোনি

single balaji

দুর্গাপুর: জল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন খনি আবাসনের বাসিন্দারা। ঘটনার কেন্দ্র পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ইসিএলের বাঁকোলা এরিয়া স্টাফ কলোনি (বি টাইপ)। পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকালে পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান আবাসিক মহিলাদের একাংশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই আবাসনে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হয়। কিন্তু চলতি বছরের মার্চ মাস থেকে অনিয়মিতভাবে জল আসছিল। গত তিন থেকে চার দিন ধরে আবাসনে জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে রান্না, স্নান থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে চরম সমস্যার মুখে পড়েন বাসিন্দারা।

আবাসিক সোমা মুখার্জি ও সংগীতা কুমারীরা জানান, “জল না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মহিলা ও শিশুরা। আমরা আগে একাধিকবার কর্তৃপক্ষকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনও স্থায়ী সমাধান হয়নি। বাধ্য হয়েই আজ পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানাতে হয়েছে।”

মঙ্গলবার সকাল থেকে পাম্প হাউসের সামনে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খনি কর্তৃপক্ষের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়। এরপরই বিক্ষোভ তুলে নেন আবাসিকরা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইসিএলের এক আধিকারিক জানান, “পাম্প হাউসের মোটর যন্ত্র বিকল হয়ে যাওয়ার কারণেই জল সরবরাহে বিঘ্ন ঘটেছে। যন্ত্রটি মেরামতের কাজ চলছে। খুব শীঘ্রই আবাসনে স্বাভাবিকভাবে জল সরবরাহ শুরু করা হবে।”

যদিও বাসিন্দাদের অভিযোগ, বারবার আশ্বাস মিললেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তাই আগামী দিনে জল সরবরাহ ঠিক না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথেও যেতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আবাসিকরা।

ghanty

Leave a comment