দুর্গাপুর।
ডিপিএল টাউনশিপের DN টাইপ কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কয়েক মিনিটের মধ্যেই গোটা কোয়ার্টার আগুনের গ্রাসে চলে যায়।
সূত্রের খবর, ওই কোয়ার্টারে থাকেন ব্যবসায়ী রাজিব কুন্ডু এবং ডিপিএল হাসপাতালের নার্সিং স্টাফ সুনিতা কুন্ডু। শনিবার সন্ধ্যায় দু’জনেই পারিবারিক কাজে বাইরে ছিলেন। সেই সময় হঠাৎই আগুন লাগে। স্থানীয়রা ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তৎক্ষণাৎ দমকলকে খবর দেন।
দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামলেও, ততক্ষণে বাড়ির ভেতরের আসবাবপত্র, ইলেকট্রনিক্স, নথিপত্র—সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সৌভাগ্যবশত, কোনও প্রাণহানির খবর নেই।
দমকলের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, “এমন ভয়াবহ আগুন এর আগে আমরা দেখিনি। ভাগ্য ভাল, কেউ ঘরে ছিল না।”











