ভাদ্রমাসে আদালত ভবনের উদ্বোধন! ক্ষুব্ধ আইনজীবীরা

unitel
single balaji

দুর্গাপুর । (দিলীপ সিংহ)
দুর্গাপুর আদালত চত্বরে বহু প্রতীক্ষার পর নির্মিত নতুন আদালত ভবনের উদ্বোধন আগামী ৬ই সেপ্টেম্বর হতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্বোধনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও আদালত চত্বরে আইনজীবীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ

আইনজীবী সূত্রে জানা গিয়েছে, ভাদ্র মাসে নতুন কাজের সূচনা শাস্ত্রমতে অশুভ বলে ধরা হয়। বহু প্রবীণ আইনজীবী ও স্থানীয়রা দাবি করছেন, সরকারের এই সিদ্ধান্ত পুরোপুরি শাস্ত্র বিরোধী ও অশুভ লক্ষণ বহনকারী। এক সিনিয়র আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন –

“ভাদ্র মাসে কোনও নতুন কাজ বা গৃহপ্রবেশ করা হয় না। অথচ সরকার জোর করে আদালত ভবনের উদ্বোধন করতে চাইছে। এটা আইনজীবীদের আবেগ ও শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা।”

প্রবীণ মহলের বক্তব্য, ভাদ্র মাস পেরিয়ে দুর্গা পূজোর সময় বা আশ্বিন মাসে এই উদ্বোধন হলে তা সত্যিকারের শুভ কাজ হিসেবে বিবেচিত হতো। তাদের আশঙ্কা, ভাদ্রমাসে ভবনের উদ্বোধন করলে ভবিষ্যতে আদালতের কার্যক্রমে সমস্যার ছায়া পড়তে পারে।

অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উদ্বোধনের তারিখ রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক আগে স্থির করা হয়েছে। তবে আইনজীবী মহলের চাপ ও ক্ষোভ বাড়তে থাকায় তারিখ পরিবর্তনের বিষয়ে পর্যালোচনা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

ghanty

Leave a comment