দুর্গাপুরে বাইকের মুখোমুখি সংঘর্ষে একের মৃত্যু, দুই গুরুতর আহত

single balaji

দুর্গাপুর: মঙ্গলবার বিকেলে জাতীয় সড়কের সার্ভিস রোডে ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে এ বি এল মোড় থেকে ইন্দো আমেরিকান মোড়ের মাঝামাঝি এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতিতে আসা একটি বাইক বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।

ঘটনার খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর আহত তিনজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা সেখানে ৩৮ বছর বয়সী সঞ্জীব দেহরী (ভ্যাম্বে কলোনি, বিধাননগরের বাসিন্দা)কে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে রয়েছেন ৪০ বছরের পিন্টু রায় (খৈরাসোলের বাসিন্দা) এবং ২৮ বছরের প্রভাত দেবাংশী (এম এম সি গণতন্ত্র এলাকার বাসিন্দা)। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই সার্ভিস রোডে প্রায়ই বাইক রেস এবং বেপরোয়া গতিতে চলাচল হয়, কিন্তু পর্যাপ্ত পুলিশি নজরদারি নেই। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ghanty

Leave a comment