দুর্গাপুর:
দুর্গাপুর উপ-অঞ্চল আদালত আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে মঙ্গলবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে জমে উঠেছিল উত্তেজনা। প্রবল নিরাপত্তা ও পুলিশের নজরদারির মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে, এক পর্যায়ে পরিস্থিতি খানিকটা গরম হয়ে ওঠে, যখন সভাপতি পদপ্রার্থী ফটিক চন্দ্র মণ্ডল বাউন্সারদের নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছন। এই ঘটনায় কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা তৈরি হলেও আইনজীবীদের উপস্থিত বুদ্ধিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
সভাপতি পদে লড়েছেন চারজন প্রার্থী — দেবব্রত সাঁই, সঞ্জীব কুণ্ডু, গোরাখ সাও ও ফটিক চন্দ্র মণ্ডল।
সাধারণ সম্পাদক পদে সরাসরি মুখোমুখি লড়াই কল্লোল ঘোষ ও অনুপম মুখোপাধ্যায়-এর মধ্যে।
মোট ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিভিন্ন পদে, আর ভোটার সংখ্যা ছিল ৯২৪ জন। সকাল থেকেই ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন বহু আইনজীবী। ভোটকেন্দ্রের ভিতরে ও বাইরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনকে ঘিরে আদালত চত্বরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। কর্মব্যস্ত দিনের মাঝেই সহকর্মীদের সঙ্গে আলাপ, চা-আড্ডা ও ভোট আলোচনা— সব মিলিয়ে দিনটি পরিণত হয় একপ্রকার আইনজীবীদের ‘উৎসবে’।
বিকেল নাগাদ ভোটগ্রহণ শেষ হয় শান্তিপূর্ণভাবে। আজকের ভোট শেষে আগামীকাল সকাল থেকেই শুরু হবে ভোটগণনা, যার দিকে এখন চেয়ে রয়েছেন পুরো আইনজীবী মহল।
এক প্রবীণ আইনজীবী বলেন, “বহু বছর পর এমন উত্তেজনাপূর্ণ কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন দেখলাম। আশা করি ফলাফলও ন্যায়ের জয় নিশ্চিত করবে।”











