কুলটি, নিয়ামতপুর। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনার প্রাক্কালে সোমবার বিকেল ৫টা থেকে কুলটির নিয়ামতপুরে অনুষ্ঠিত হল দেবী দুর্গার আগমনী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। দেবী আগমনের আনন্দে ভক্তদের ঢল নেমেছিল এলাকাজুড়ে।
এই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, সঙ্গে ছিলেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য্য, অমিত গোরাইসহ বিশিষ্ট ব্যক্তিরা। শোভাযাত্রাটি নিয়ামতপুর জিটি রোড থেকে শুরু হয়ে লিথুরিয়া রোড পরিক্রমা করে নানা সড়ক ঘুরে শেষ হয়।
ডিজে, ঢাক-ঢোল, উলুধ্বনি, শঙ্খধ্বনি আর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সেজে উঠেছিল নিয়ামতপুরের রাস্তা। শিশু থেকে বৃদ্ধ – সকলের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। স্থানীয় বিভিন্ন দুর্গাপূজা কমিটি ও যুব সংগঠনও শোভাযাত্রায় অংশ নেয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই শোভাযাত্রার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় ঐক্যের বার্তা দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে দুর্গাপূজার মূল অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে জোরকদমে।
🔹 মূল আকর্ষণ
- দেবীর আগমনীতে ঐতিহ্যবাহী শোভাযাত্রা
- প্রধান অতিথি জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপি নেতাদের উপস্থিতি
- ঢাক-ঢোল, উলুধ্বনি, সাংস্কৃতিক পরিবেশনা ও ভক্তদের ঢল
- সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গোৎসবের সূচনা











