ডিপিএলে ১৮ শ্রমিকের বদলির প্রতিবাদে মূল গেটে শুয়ে পড়ে বিক্ষোভ

single balaji

দুর্গাপুর। নজিরবিহীন দৃশ্য দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড (ডিপিএল) চত্বরে। ১৮ জন শ্রমিকের বদলির প্রতিবাদে প্রশাসনিক ভবনের মূলগেটে তালা ঝুলিয়ে তার সামনেই শুয়ে পড়লেন শ্রমিকরা। শনিবার সকাল থেকে বদলি হওয়া কর্মীদের সংগঠন — দুর্গাপুর প্রজেক্ট ডিপ্লয়েড ইমপ্লোয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন—এর নেতৃত্বে শুরু হয় এই বিক্ষোভ।

অভিযোগ, ২০২২ সালের শেষ দিকে ডিপিএল ৩৩২ জন কর্মীকে পার্শ্ববর্তী জেলাগুলিতে বদলি করে দেয়। এরপর দীর্ঘদিন ধরে চাকরি সামলে রাখার পরও সম্প্রতি ফের ১৮ জন কর্মীকে দূরবর্তী জেলাগুলিতে বদলি করার নির্দেশ এসেছে। এই সিদ্ধান্তকে অন্যায্য ও অমানবিক বলে অভিযোগ তুলেছেন শ্রমিকরা।

বিক্ষোভকারীদের বক্তব্য— ‘‘আমরা দিনের পর দিন কষ্ট করে ডিউটি করছি। অথচ একের পর এক বদলি দিয়ে আমাদের জীবন-জীবিকাকে দুর্বিষহ করে তোলা হচ্ছে।’’ অনেক শ্রমিকই বলেন, হঠাৎ বদলি হলে পরিবারের সঙ্গে থাকা, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা সবকিছুই ভেঙে পড়ে।

এদিনের বিক্ষোভে ‘ডিউটি করলে বদলি নয়, মানবিক নীতি চাই’ ইত্যাদি স্লোগান তোলেন শ্রমিকরা। বিক্ষোভের জেরে প্রশাসনিক কাজ কিছুক্ষণ স্তব্ধ থাকে। তবে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়নি, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

যদিও ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, ‘‘ম্যানেজমেন্ট শ্রমিকদের সমস্যাকে মানবিকভাবে বিবেচনা করবে।’’ সূত্রের খবর, শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে আগামী সপ্তাহে একটি ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে।

শ্রমিকদের দাবি— অবিলম্বে বদলির নির্দেশ প্রত্যাহার না হলে আন্দোলন আরও তীব্র হবে।

ghanty

Leave a comment