[metaslider id="6053"]

কুকুর পরিবার, বন্দি নয় – সুপ্রিম কোর্টের রায়ে ক্ষোভ উগরে দিলেন কুকুরপ্রেমীরা

রিপোর্ট : দিলীপ সিংহ, দুর্গাপুর

দিল্লি: রাজধানী দিল্লিতে বেআইনি ভাবে ঘুরে বেড়ানো কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি বড় নির্দেশ জারি করেছে। কোর্টের মতে, শহরের সব কুকুরকে এক জায়গায় রাখা হবে। কারণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি কুকুরের কামড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

তবে এই রায় ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে কুকুরপ্রেমীরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন।

দুর্গাপুরে কুকুরপ্রেমীরা পথে নেমে প্রতিবাদ জানালেন। অবন্তিকা নামে এক কুকুরপ্রেমীর বক্তব্য—
👉 “আমরা সুপ্রিম কোর্টের এই রায় মানছি না। কুকুরও পরিবারের সদস্যের মতো। তাদের জোর করে বন্দি করা অমানবিক। যতদিন না এই আইন প্রত্যাহার করা হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”

কুকুরপ্রেমীদের মতে, কোর্ট এবং সরকারের উচিত হবে কুকুরদের জন্য ভ্যাকসিনেশন, রেসকিউ সেন্টার ও দত্তক নেওয়ার পরিকল্পনা তৈরি করা। কিন্তু তাদের বন্দি করে রাখা কোনো সমাধান নয়।

পশু অধিকার কর্মীরাও বলছেন, সুপ্রিম কোর্টের এই রায় মানুষের নিরাপত্তার কথা ভেবে হলেও আসলে পশু-অধিকারের পরিপন্থী।

ফলে একদিকে সাধারণ মানুষের নিরাপত্তা, অন্যদিকে পশুপ্রেমীদের আবেগ—দুটির সংঘর্ষে এখন দেশজুড়ে বাড়ছে বিতর্ক। কুকুরপ্রেমীরা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এই রায় প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।

ghanty

Leave a comment