নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : আর জি কর মেডিকেল কলেজে এক তরুণ ডাক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল গোটা বাংলা। দোষীদের গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ চলছে। গতকাল পর্যন্ত ডাক্তার, নার্স, মেডিকেল কর্মী এবং বিজেপির নেতৃত্বে বিক্ষোভ শুরু হলেও, আজ সেই আন্দোলনে সাধারণ মানুষ এবং বিশেষ করে আইনজীবীরাও যোগ দিয়েছেন।
বুধবার, দুর্গাপুরের আইনজীবীরা এই বিক্ষোভে সামিল হন। দুর্গাপুর মহকুমা আদালত থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মৌন মিছিল শুরু হয় এবং তা শেষ হয় দুর্গাপুর মহকুমা আদালতে। তরুণ আইনজীবী তসরিমা মন্ডল বলেন, “যদি হাসপাতালে আমরা নিরাপত্তা না পাই, তাহলে আমাদের সুরক্ষা কে দেবে?
আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। যাতে আর কোনও নির্ভয়া কাণ্ড না ঘটে। ন্যায়বিচার পেতে ১৫, ২০ বছর সময় লাগা উচিত নয়। আমরা শুধু চাইছি, হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করা হোক এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব কঠোর শাস্তি দেওয়া হোক।”