আসানসোল: আসানসোলে এক সাংগঠনিক চা বৈঠকে রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করলেন দিলীপ ঘোষ। আলোচনার সময় তিনি আসানসোলের বিতর্কিত রূপনারায়ণপুর টোল প্লাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, এখানে ভুয়া রসিদ প্রিন্ট করে সাধারণ মানুষের থেকে টাকা আদায় করা হচ্ছে। প্রশাসন থেকে শুরু করে নেতারা সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, এমন অভিযোগ তুলে সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।
দিলীপ ঘোষ আরও বলেন, একসময় এই এলাকার কারখানাগুলি গড়ে ওঠার সময় পুরসভা অর্থ সংগ্রহ করেছে। কিন্তু এখন জামুড়িয়া ও আসানসোলের বহু কারখানায় অবৈধ জমি দখল ও নদী থেকে বালি চুরির অভিযোগ উঠছে। তিনি প্রশ্ন তোলেন, শাস্তিমূলক জরিমানা আদায় করলেই কি অবৈধকে বৈধ করা যায়? এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, প্রশাসন এসব বিষয়ে চোখ বুজে থাকলেও জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।
এছাড়া দিলীপ ঘোষ নির্বাচনের সময় ঘটে যাওয়া ট্যাব কেলেঙ্কারি নিয়েও সরাসরি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কি সামলাবেন তা নিজেই বোঝেন না। দলের ভেতরে দুর্নীতি, না কি গোটা রাজ্যের অব্যবস্থাপনাকে তিনি সামলাচ্ছেন, সেই প্রশ্নও তোলেন দিলীপ ঘোষ।