City Today News

হিরাপুরের ধেনুয়া গ্রামে একদিনের বিশেষ দুর্গা পূজা শুরু!

ধেনুয়া গ্রামের কালিকৃষ্ণ আশ্রমে শনিবার সকালে দুর্গা পূজা শুরু হয়। এই আশ্রমটি দামোদর নদীর তীরে অবস্থিত। দুর্গা পূজার আগে, অমাবস্যার রাতে এখানে কালী পূজা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় দুর্গার আগমনের আহ্বান। তবে সপ্টমী, অষ্টমী, নবমী এবং দশমী পূজার সমস্ত আচার অনুষ্ঠান একদিনেই সম্পন্ন হয়।

এই বিশেষ একদিনের দুর্গা পূজা দেখার জন্য দূর-দূরান্ত থেকে বহু মানুষ ধেনুয়া গ্রামে আসেন। মন্দিরের পুরোহিতের কথায়, পূজার সমস্ত আচার নির্দিষ্ট খাবারের সঙ্গে সম্পন্ন হয়। একদিনেই চার ধরনের ভোগ দেবীকে নিবেদন করা হয়। দশমী পূজার পর ঘট বিসর্জন দেওয়া হয়, তবে মায়ের মূর্তিটি সেই স্থানেই থেকে যায়।

এই দুর্গা পূজা ধেনুয়া গ্রামে একটি প্রাচীন আচার হিসেবে পালিত হয়ে আসছে। প্রতিবারই এখানে আগমনের মুহূর্ত থেকে বিসর্জনের আগের সময় পর্যন্ত গ্রামবাসীরা ভক্তিভরে মায়ের আরাধনা করে। এমনকি আশেপাশের গ্রামগুলোর মানুষরাও এই পুজো দেখতে আসেন।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment