কুলটি, 8 সেপ্টেম্বরঃ
অবশেষে কুলটি বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। সোমবার সকালে কুলটি রেলস্টেশনে ধানবাদ–পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস এর প্রথম থামা শুরু হয়। এই ঐতিহাসিক মুহূর্তে ট্রেনের চালক ও গার্ডকে ফুলের মালা পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নিরাপত্তার জন্য উপস্থিত ছিলেন আরপিএফ কর্মীরাও।
🌟 হাজারো স্বাক্ষরের ফল
কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস জানান, এলাকার মানুষের সঙ্গে তিন দিন ধরে ধারাবাহিক স্বাক্ষর অভিযান চালানো হয়। হাজার হাজার স্বাক্ষর যুক্ত আবেদনপত্র পাঠানো হয়েছিল আসানসোল রেলমণ্ডলের বিভাগীয় রেলপ্রবন্দকের কাছে। দ্রুত পদক্ষেপ নিয়ে রেল কর্তৃপক্ষ ইন্টারসিটি এক্সপ্রেসের কুলটিতে থামা অনুমোদন করে।
🚉 যাত্রীদের দুর্ভোগে অবসান
সুকান্ত দাস বলেন, “ভোর ৪টার পাতলিপুত্র এক্সপ্রেসের পর পাটনার দিকে আর কোনও ট্রেন থাকত না। এতে স্থানীয় যাত্রীরা বিপাকে পড়তেন। বিশেষত ছটপুজো, দীপাবলি বা উৎসবের সময়ে আসানসোল বা ধানবাদ থেকে ট্রেন ধরতে হত, আর তখনও আসন মেলানো কঠিন হয়ে যেত। ইন্টারসিটির থামা এই সমস্যার অবসান ঘটাল।”
🎉 ঐক্যের জয়
কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি ইমতিয়াজ খান বলেন, “এটি কুলটির মানুষের বড় জয়। এই ঘটনা দেখিয়ে দিল, স্থানীয় মানুষ যদি একজোট হন তবে যেকোনও দাবি পূরণ সম্ভব।”
👥 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক বাবু বন্দ্যোপাধ্যায়, হোসেন খান, সিরাজুল, ওয়াসিম ফিরোজ, নবাব, মোদী সত্তারসহ অসংখ্য কংগ্রেস নেতা ও কর্মী।
➡️ স্থানীয়দের দাবি, ইন্টারসিটির থামা যেমন সম্ভব হয়েছে, তেমনিভাবে ভবিষ্যতে আরও দূরপাল্লার ট্রেনের স্টপেজ কুলটিতে হওয়া উচিত।












