নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে ৯:৩০ টায় দুর্গাপুরে জাতীয় সড়কের ওল্ড কোড জংশনে মদ ভর্তি একটি ট্রাক উল্টে যায়। সূত্র অনুযায়ী, গাড়িটি আসানসোল থেকে দুর্গাপুরের দিকে আসছিল।
ওল্ড কোড জংশনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাটি জানার পর এক্সাইজ ডিপার্টমেন্ট এবং ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একটি ক্রেনের সাহায্যে ট্রাকটি তুলে মদের ভারী বাক্সগুলি সরিয়ে রাখা হয়, তারপরই ট্রাফিক স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে প্রচুর লোকজন ভিড় জমায় এবং কিছু লোক মদের বাক্স নিয়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। দুর্ঘটনার ফলে সড়কে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়, যা পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।