দুর্গাপুরে ডায়রিয়ার প্রকোপ, মালানদিঘিতে অসুস্থদের স্বাস্থ্য বিভ্রান্তি

দুর্গাপুর : মালানদিঘি গ্রাম পঞ্চায়েতের হারিকির বাসিন্দা পিঙ্কি হাঁসদা বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার সকাল থেকে তার পেট ব্যথা ও বারবার বমি হওয়ার উপসর্গ দেখা দেয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালীপূজার আগে মালানদিঘির কুলডিহা আদিবাসী মহল্লায় ডায়রিয়ার কারণে দুই নারীর মৃত্যু এবং বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। এবার হারিকি এলাকায় একইরকম উপসর্গ দেখা দিচ্ছে। স্থানীয় নারীদের অনেকেই বমি এবং বারবার শৌচাগারে যেতে বাধ্য হচ্ছেন বলে খবর পাওয়া গেছে। খবরটি স্বাস্থ্য দপ্তরের কাছে পৌঁছানোর পর, বুধবার সকালে একটি প্রতিনিধি দল এলাকায় গিয়ে টিউবওয়েলের পানি না খাওয়ার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

পিঙ্কির ভাই তপন সরেন জানান, “মঙ্গলবার সকাল থেকে দিদির পেট ব্যথা এবং ক্র্যাম্প শুরু হয়। বারবার বমি এবং শৌচাগারে যাওয়ার পর তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দিদির অবস্থা এখনও সংকটাপন্ন।” রক্ষিতপুর সাব-হেলথ সেন্টারের কমিউনিটি হেলথ অফিসার শিপ্রা মণ্ডল বলেন, “শুধুমাত্র একজন রোগী দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

এই ঘটনার পর এলাকায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশুদ্ধ পানির গুরুত্ব এবং সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

ghanty

Leave a comment