নিজস্ব সংবাদদাতা ,আসানসোল: আসানসোলের বিভিন্ন অংশে জল জমে যাওয়ার কারণে যারা আটকে পড়েছে তাদেরকে ত্রাণ দেওয়ার সময় আহত হলেন আসানসোলের ডেপুটি মেয়র ওয়াসিম উল হক। জানা যাচ্ছে, তার হাতের হাড় ভেঙে গেছে। শনিবার সকালে কল্যাণপুর হাউজিংয়ে একটি ডুবন্ত গাড়ি খুঁজতে গিয়ে হঠাৎ করে তিনি পিছলে পড়েন। এতে তার হাতের হাড় ভেঙে যায়।
ডেপুটি মেয়র বলেছেন যে, সকালে তার সাথে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি একজন ডাক্তারকে পরামর্শ করেছেন। ডাক্তার অপারেশনের কথা বলছেন। উল্লেখযোগ্য যে, ডেপুটি মেয়র গতকাল সকাল থেকে রেলপাড়ের বিভিন্ন অংশে পরিদর্শন করে ত্রাণ কাজে নিয়োজিত ছিলেন।