আসানসোল: গতকাল রাত থেকে অচল হয়ে রয়েছে আসানসোল-চিত্তরঞ্জন প্রধান সড়ক। সালানপুর ব্লকের দেন্দুয়া মোড়ে চলছে ব্যাপক পথ অবরোধ। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সমগ্র অঞ্চল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধেয় দেন্দুয়া ইসিএল হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় শ্রীরামপুরের বাসিন্দা ও পেশায় এলআইসি এজেন্ট অশোক মাহাতোর (৪৫)। অভিযোগ, একটি লোহার রড বোঝাই মালবাহী ট্রাক তার মোটরবাইকের উপর উঠে গিয়ে পেটের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই মৃত্যু হয়।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রথমে দেন্দুয়া-কল্যাণেশ্বরী রোড অবরোধ করেন তাঁরা। পরে রাত বাড়তেই সেই অবরোধ স্থানান্তরিত হয় আসানসোল-চিত্তরঞ্জন রোডের উপর দেন্দুয়া মোড়ে। এরপর থেকে সারা রাত এবং মঙ্গলবার সকাল পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ লরির সারি আটকে যায় জাতীয় সড়কের বিকল্প রুট পর্যন্ত।
অশোকবাবুর পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, অবিলম্বে মৃতের পরিবারকে কমপক্ষে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের দু’জনকে ভালো চাকরির ব্যবস্থা করতে হবে। স্থানীয়রা জানিয়েছেন, এক জনপরিষেবার কর্মীর এমন মর্মান্তিক মৃত্যু অশোভনীয়, পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
ঘটনাস্থলে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকায় এখনো পর্যন্ত অবরোধ উঠে যায়নি। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেন্দুয়া মোড় এলাকায় দীর্ঘদিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব রয়েছে। ট্রাকের বেপরোয়া দৌরাত্ম্য রোজকার ঘটনা। প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিলেও স্থায়ী সমাধান আসেনি। এই ঘটনার পর এলাকাজুড়ে সড়ক নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।












