দেন্দুয়ার কাণ্ডে চাঞ্চল্য: তিন গ্রেফতার, আরও অভিযুক্তদের খোঁজে পুলিশ

single balaji

আসানসোল: সালানপুর থানার পুলিশ কালকের দেন্দুয়ার চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মনোজ মাহাতো, শ্যামল মাহাতো এবং ধুন্দা মাহাতো। তিনজনই দেন্দুয়ার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় (প্রায় ১৫টি ধারা) মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। গ্রেফতারের পর তিনজনকেই মঙ্গলবার আসানসোল আদালতে হাজির করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। সালানপুর থানার পুলিশ ইতিমধ্যেই গ্রামে ও আশেপাশের এলাকায় নজরদারি বাড়িয়েছে।

স্থানীয়দের মধ্যে আতঙ্কের আবহ তৈরি হলেও পুলিশের সক্রিয়তায় গ্রামে আবারও শৃঙ্খলা ফিরছে বলে মনে করছেন অনেকে। তবে এখনো অধরা মূলচক্রীদের খুঁজে বের করাই পুলিশের প্রধান লক্ষ্য।

ghanty

Leave a comment