City Today News

monika, grorius, rishi

আসানসোলে রক্তদান শিবির: দেবাশীষ ঘটকের স্মৃতিতে ৩৫ জনের রক্তদান

নিজস্ব সংবাদদাতা : আসানসোলের দেবাশীষ ঘটক মেমোরিয়াল ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে ৪৩ নম্বর ওয়ার্ডে দেবু ঘটক ফাউন্ডেশন ক্লাবে একটি রক্তদান শিবির আয়োজিত হয়। রক্তের সংকট মোকাবিলা করতে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আসানসোল পৌরসংস্থার মেয়র অভিজিৎ ঘটক, মেয়র গুরদাস চ্যাটার্জি, তৃণমূল নেতা শহীদ পারভেজ, রক্তদান প্রচারক প্রবীর ধর এবং অন্যান্য স্থানীয় তৃণমূল নেতারা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন।

তৃণমূল যুব নেতা শুভাশ চন্দ্র দা জানান, প্রয়াত সাবেক নেতা দেবাশীষ ঘটকের স্মৃতিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে এখন পর্যন্ত ৩৫ জনেরও বেশি মানুষ তাদের রক্ত দান করেছেন। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হল সমাজে কেউ যেন রক্তের অভাবে মারা না যায় এবং তারা যেন একটি নতুন জীবন পায়। আমাদের এই প্রচেষ্টা আরও বেশি মানুষকে রক্তদানে উৎসাহিত করবে এবং সমাজে রক্তের অভাব দূর করতে সাহায্য করবে।”

শিবিরের বিশেষত্ব ছিল স্থানীয় বাসিন্দাদের বিপুল সমাগম। দেবু ঘটক ফাউন্ডেশন এই ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই রক্তদান শিবিরের মাধ্যমে শুধু রক্তের সংকট মোকাবিলা নয়, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে সাহায্য করার প্রবণতাও গড়ে তোলা হচ্ছে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment