City Today News

monika, grorius, rishi

ভারী বৃষ্টির ধাক্কায় আসানসোলে তিন মৃত্যুর ঘটনা: ECL ও BEML কর্মীসহ নিহত যুবক

নিজস্ব সংবাদদাতা ,আসানসোল: শিল্পাঞ্চলে বৃষ্টির কারণে তিনজন মারা গেছেন। তাদের মধ্যে একজন ECL কর্মী, একজন BEML কর্মী এবং একজন যুবক। তারা তিনজনই আসানসোলের বিভিন্ন এলাকার বাসিন্দা। এই তিনটি ঘটনা আসানসোলের বিভিন্ন স্থানে ঘটেছে।

বৃষ্টি থামার পর রাতের দিকে জলস্তরের কমে যাওয়ায় মানুষ স্বস্তি অনুভব করলেও, এর সাথে তিনজন মৃত্যুর দুঃখজনক খবরও প্রকাশ পেয়েছে। কল্যাণপুর হাউজিংয়ের বাসিন্দা গাড়ির সাথে ডুবে যাওয়া চঞ্চল বিশ্বাসের মৃতদেহ এবং গাড়িটি কিছু দূর থেকে উদ্ধার করা হয়েছে। কালিপাহাড়ি কোলিয়ারিতে কর্তব্যরত অবস্থায় তার বাইকসহ ডুবে যাওয়া ECL কর্মী গৌরাঙ্গ রায়ের মৃতদেহ সকালে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ডিপোপাড়া থেকে পাইপলাইন ব্রিজ পার করার সময় ভেসে যাওয়া যুবকের মৃতদেহ কল্লা এলাকায় উদ্ধার করা হয়েছে, যার পরিচয় রোহিত রায় হিসেবে শনাক্ত হয়েছে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment