নিজস্ব সংবাদদাতা,সলানপুর: রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত শিমনপল্লী এলাকায় এক ছাত্রীর পরিবারের বিরুদ্ধে হঠাৎ নাচের শিক্ষককে আক্রমণ করার অভিযোগ উঠেছে। সঞ্জীব চক্রবর্তী নামক নাচের শিক্ষক অভিযোগ করেন যে বাপ্পা মুখার্জি নামের এক ব্যক্তির মেয়ে তার কাছ থেকে নাচ শিখছে।
শিক্ষক সঞ্জীব বাপ্পার মেয়েকে পোশাক কিনতে বলেন। না হলে অন্য কোথাও গিয়ে নাচ শেখার পরামর্শ দেন। এই কথায় বাপ্পা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর কিছুক্ষণ পরেই রবিবার শিমনপল্লী দুর্গা মন্দিরে গিয়ে সঞ্জীব বাবুকে মারধর শুরু করেন।
শত শত অভিভাবক সঞ্জীব বাবুর সমর্থনে পুলিশের কাছে পৌঁছান। তারা দাবি করেন যে বাপ্পা মুখার্জি এবং তার স্ত্রী পম্পা মুখার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশের আশ্বাসে অভিভাবকরা শান্ত হন।