দুর্গাপুর, ৫ অক্টোবর:
ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জেরে দামোদর নদ ফুলেফেঁপে উঠেছে। জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রবিবার সকাল থেকেই দুর্গাপুর ব্যারেজে চাপ তৈরি হয়। পরিস্থিতি সামলাতে দফায় দফায় জল ছাড়া শুরু করে প্রশাসন। সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে প্রায় ৭১ হাজার ৭২৫ কিউসেক হারে জল ছাড়া হয়েছে।
এমন পরিস্থিতিতেই রবিবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার স্বয়ং দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে আসেন। তিনি ব্যারেজ সংলগ্ন বিসর্জন ঘাট ও জল নির্গমন অঞ্চল ঘুরে দেখেন, এমনকি নিজের মোবাইলে বেশ কিছু ছবি তুলে পরিস্থিতির খুঁটিনাটি খতিয়ে দেখেন।
দামোদর ভ্যালি কর্পোরেশনের মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়া শুরু হওয়ায় দুর্গাপুর ব্যারেজে চাপ বৃদ্ধি পায়। তবে মন্ত্রীর আশ্বাস, “পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আতঙ্কের কিছু নেই, প্রশাসন সর্বদা নজর রাখছে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিম্নাঞ্চলের বাসিন্দাদের আগেই সতর্ক করে দেওয়া হয়েছে। নদীর ধারে থাকা বিসর্জন ঘাটগুলিতে পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে। এদিকে জলবৃদ্ধির কারণে স্থানীয় মানুষজনের মধ্যে সামান্য আতঙ্ক থাকলেও সরকারের সক্রিয়তা ও মন্ত্রীর উপস্থিতি তাঁদের আশ্বস্ত করেছে।