বারাবনি: ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ খবর! বারাবনির বেলডাঙ্গা খামড়া আটপাড়া ফুটবল মাঠে আজ থেকে স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী চলবে এই জমজমাট প্রতিযোগিতা, যেখানে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।
আদিবাসী সম্প্রদায়ের দলগুলোর অংশগ্রহণ, উৎসবে পরিণত ক্রিকেট টুর্নামেন্ট!
এই প্রতিযোগিতায় আদিবাসী সম্প্রদায়ের দলগুলোর উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যাচ্ছে। ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় জনগণ থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আগত দর্শকরাও এই টুর্নামেন্ট উপভোগ করতে ভিড় জমিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি
ফিতে কেটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুফল মাঝি, বাবুজান সরেন এবং আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠেছে বারাবনি!
খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। পাঁচ দিনব্যাপী চলা এই প্রতিযোগিতা নিয়ে বারাবনির ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।